মাগুরা জেলা প্রতিনিধিঃ মানব সেবায় পল্লী চিকিৎসকদের ভুমিকা শীর্ষক আলোচনা সভা ও পল্লী চিকিৎসক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।চিকিৎসক কল্যাণ সমিতি মহম্মদপুর-এর আয়োজনে (৮আগস্ট) শুক্রবার সকালে উপজেলার রাজাপুর মাদ্রাসা প্রাঙ্গণে পল্লী চিকিৎসক সম্মেলন অনুষ্ঠিত হয়।এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ড.আলী আফজাল,বিশিষ্ট কৃষি বিজ্ঞানী ও ব্যবস্থাপনা পরিচালক কৃষিবিদ গ্রুপ শিল্প পরিবার।
বাংলাদেশ পল্লী চিকিৎসা কল্যাণ সমিতি মাগুরা জেলা শাখার আহবায়ক মোঃ রাজিবুল ইসলামের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ পল্লী চিকিৎসা কল্যাণ সমিতির খুলনা বিভাগীয় সমন্বয়ক মোঃ জিল্লুর রহমান সিদ্দিকী, খুলনা বিভাগীয় সহ সমন্বয়ক মোঃ সেলিম, মাগুরা রিপোর্টার্স ইউনিটের সভাপতি মোঃ ইউনুস আলী সহ অন্যরা।
সবশেষে অনুষ্ঠানের প্রধান অতিথি ড.আলী আফজাল সম্মেলনে অংশগ্রহণকারী পল্লী চিকিৎসকদের মাঝে সার্টিফিকেট ও ক্রেস্ট বিতরণ করেন।
প্রকাশক ও সম্পাদক : ওমর ফারুক
প্রয়োজনে: 01716255603
kpcnews