কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধি: গাজীপুরের কালিয়াকৈরে চাঁদাবাজি, জমি দখল এবং রাস্তা নির্মাণকাজ বন্ধ করে দেওয়ার অভিযোগে সংবাদ সম্মেলন করেছেন এলাকাবাসী। শুক্রবার (১৫ আগষ্ট) সকালে উপজেলার ফুলবাড়িয়া বাজারে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। এতে ভুক্তভোগী হাসনা আক্তার, আনোয়ার হোসেন বাবুল, নুরুল ইসলাম সরকার, শাওন আহমেদ ও গনি মিয়া বক্তব্য রাখেন।
সংবাদ সম্মেলনে তারা অভিযোগ করেন, ফুলবাড়িয়া ইউনিয়ন বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক আরিফ হোসাইন ও তার পরিবারের সদস্যরা দীর্ঘদিন ধরে নানা উপায়ে তাদের হয়রানি করে আসছেন। চাঁদা দাবি না মেটালে ভয়ভীতি দেখানো হচ্ছে এবং জমি দখলের চেষ্টা চলছে। এমনকি এলাকার চলমান রাস্তা নির্মাণকাজও জোরপূর্বক বন্ধ করে দেওয়া হয়েছে বলেও দাবি করেন তারা।
প্রকাশক ও সম্পাদক : ওমর ফারুক
প্রয়োজনে: 01716255603
kpcnews