কেপিসি নিউজ ডেস্ক: পটুয়াখালীর কলাপাড়ায় বাংলাদেশ ভিলেজ ইলেক্ট্রিশিয়ান এসোসিয়েশন'র মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৬ আগষ্ট) দুপুরে কলাপাড়া পৌর অডিটোরিয়াম হল রুমে এ সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে ভিলেজ ইলেক্ট্রিশিয়ান পল্লী বিদ্যুৎ সমিতি'র কলাপাড়া জোনাল অফিসের সভাপতি মো. আনোয়ার হোসাইন'র সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভিলেজ ইলেক্ট্রিশিয়ান পল্লী বিদ্যুৎ সমিতি বরিশাল বিভাগীয় সভাপতি মো: আ: কুদ্দুস মোল্লা। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ভিলেজ ইলেক্ট্রিশিয়ান পল্লী বিদ্যুৎ সমিতি বরিশাল বিভাগীয় সহ-সভাপতি মো. মোকলেছুর রহমান, সাধারণ সম্পাদক মো. আবদুল হাই তালুকদার, সাংগঠনিক সম্পাদক মো. সাইদুর রহমান মৃধা, দপ্তর সম্পাদক মো. আনোয়ার হোসেন, শ্রম বিষয়ক সম্পাদক মো. শহিদুল ইসলাম বেপারী, ভিলেজ ইলেক্ট্রিশিয়ান পটুয়াখালী পল্লী বিদ্যুৎ সমিতি'র সভাপতি মো. আবুল খায়ের, সাধারণ সম্পাদক মো. খলিলুর রহমান প্রমুখ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ভিলেজ ইলেক্ট্রিশিয়ান পল্লী বিদ্যুৎ সমিতি কলাপাড়া জোনাল অফিসের সাধারণ সম্পাদক মো. আনিচুর রহমান রুবেল ও সাংগঠনিক সম্পাদক মো. জাকির হোসেন। এসময় বরিশাল বিভাগীয় ও পটুয়াখালী জেলার বিভিন্ন জোনাল অফিসের ভিলেজ ইলেক্ট্রিশিয়ান নেতৃবৃন্দ ও গণমাধ্যমকর্মীসহ গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
বক্তরা বলেন, পল্লী বিদ্যুৎ সমিতি'র ওয়েবসাইটে তাদের নামের লিষ্ট ছিলো এবং আলাদা আলাদা আইডি ও পাসওয়ার্ড ছিলো। কিন্তু ইদানীং সেখানে তাদের নামের তালিকা এবং আইডি ও পাসওয়ার্ড না থাকায় তারা ক্ষোভ প্রকাশ করেন। বাংলাদেশ ভিলেজ ইলেক্ট্রিশিয়ান এসোসিয়েশন'র মাধ্যমে তাদের সকলের বিভিন্ন দাবী উঠে আসবে এবং তা আদায় হবে এমনটাই মন্তব্য করেন বক্তারা।
প্রকাশক ও সম্পাদক : ওমর ফারুক
প্রয়োজনে: 01716255603
kpcnews