দুমকি (পটুয়াখালী) প্রতিনিধিঃ পটুয়াখালীর দুমকিতে সোমবার বর্ণাঢ্য আয়োজনে জাতীয় মৎস্য সপ্তাহ ২০২৫ উদযাপন করা হচ্ছে। সোমবার দুপুর সাড়ে ১২টায় উপজেলা পরিষদ চত্ত্বর থেকে একটি র্যালি বের করা হয়। র্যালিটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে একইস্থানে শেষ হয়। পরে উপজেলা প্রশাসন ও মৎস্য অধিদপ্তরের আয়োজনে পরিষদের মিলনায়তনে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ করা হয়। উপজেলা মৎস্য কর্মকর্তা মু. মাহফুজুর রহমান এর সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আবুজর মো: ইজাজুল হক, উপজেলা বিএনপির সভাপতি মোঃ খলিলুর রহমান, উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ ইমরান হোসেন,দুমকি থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ জাকির হোসেন , প্রেসক্লাব দুমকির সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার মোঃ কামাল হোসেন, পিএসএস পরিচালক হোসাইন আহমদে কবির ও শিক্ষক নেতা অধ্যক্ষ মোঃ জামাল হোসেন প্রমূখ।
মৎস্য সেক্টরে বর্তমান সরকারের অগ্রগতি ও সাফল্য নিয়ে একটি প্রামান্য চিত্র প্রদর্শন করা হয়। পরে উপজেলা মৎস্য উৎপাদনে সফলতার জন্য তিনজন মৎস্য চাষিকে পুরস্কার প্রদান করা হয়। এছাড়া দুমকি উপজেলা পুকুরে মাছের পোনা অবমুক্ত করেন অতিথিরা। অন্যদিকে মৎস্য সপ্তাহ উপলক্ষে সংশ্লিষ্ট সব অংশীজনের অংশগ্রহণে উপজেলার মৎস্য সম্পদের স্থায়ীত্বশীল এবং সর্বোত্তম ব্যবহার বিষয়ে মতবিনিময়, গুরুত্বপূর্ণ এলাকায় পুকুর ও জলাশয়ের পানির ভৌত রাসায়নিক গুণাগুণ পরীক্ষা এবং প্রয়োজনীয় পরামর্শ প্রদান, সুফল ভোগীদের মধ্যে উপকরণ বিতরণসহ বিভিন্ন আয়োজন রয়েছে সপ্তাহজুড়ে।
প্রকাশক ও সম্পাদক : ওমর ফারুক
প্রয়োজনে: 01716255603
kpcnews