কলাপাড়ায় ট্রলারডুবিতে নিখোঁজের ৮ দিন পর মৃতদেহ উদ্ধার
- আপডেট সময় : ০৬:০২:৩৫ পূর্বাহ্ন, শুক্রবার, ১ অগাস্ট ২০২৫
- / ৭৬৭ বার পড়া হয়েছে

কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি: পটুয়াখালীর কলাপাড়ায় ট্রলারডুবিতে নিখোঁজের ৮ দিন পর নজরুল ইসলামের (৬০) মৃতদেহ উদ্ধার করা হয়েছে। শুক্রবার (১ আগস্ট) সকাল ৮ টার দিকে কুয়াকাটা সৈকতের মিরাবাড়ী স্পটে মরদেহটি দেখতে পেয়ে স্থানীয়রা পুলিশে খবর দেন। পরে নিহতের ছেলে নাসির হাওলাদার এসে মরদেহটি শনাক্ত করেন।মৃত নজরুল ইসলাম উপজেলার লালুয়া ইউনিয়নের মঞ্জুপাড়া গ্রামের বাসিন্দা।
বাবার মরদেহ চিহ্নিত করে নাসির হাওলাদার বলেন, “আমার বাবা নজরুল হাওলাদার গত শুক্রবার ট্রলারডুবিতে নিখোঁজ ছিলেন। তারা ১৫ জন ছিলেন। ৮৪ ঘণ্টা পর ১০ জন উদ্ধার হয়, ৫ জন নিখোঁজ ছিলেন। তাদের মধ্যেই একজন ছিলেন আমার বাবা। সকালে তাঁর মরদেহ সাগরপাড়ে ভেসে এসেছে।”
কুয়াকাটা নৌ পুলিশের এএসআই মনিরুল ইসলাম জানান, “খবর পেয়ে আমরা দ্রুত ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করেছি। পরবর্তী আইনগত প্রক্রিয়া সম্পন্ন করা হচ্ছে।”